সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই : জেলা পিস এ্যাম্বাসেডর ডিস্ট্রিক্ট নেটওয়ার্কএর সভায় বক্তারা
প্রকাশ: ১২ জুন ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন | সারাদেশ

রতন কান্তি দে উখিয়া ( কক্সবাজার) :
দি হাঙ্গার প্রজেক্ট পরিচালিত কক্সবাজার পিস এ্যাম্বাসেডর ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক (পিএডিএন)এর চকরিয়া, রামু,কক্সবাজার সদর ও উখিয়া উপজেলার কোর্ডিনেটর ও এ্যাম্বাসেডরদের সমন্বয়ে সোমবার (১০জুন ২০২৪)সকাল সাড়ে দশ টায় কক্সবাজার সুগন্ধা পয়েন্টের হোটেল রিগ্যাল প্যালেস সম্মেলন কক্ষে ফলো- আপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।জেলা কোর্ডিনেটর প্রফেসর আব্দুর রব এর সঞ্চালনায় ওয়ার্কশপে সভাপতিত্ব করেন জেলা পিডিএন এর কোর্ডিনেটর রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল আলম মন্ডল।
আলোচনায় অংশ নেন গিয়াস উদ্দিন জিকু,মিসবাউল হক,জয়নাল আলম,আয়েশা সিরাজ, মাষ্টার জাহেদ,সুজন জেলা সেক্রেটারী সাংবাদিক মাহববুল আলম,উখিয়া সভাপতি নুর মোহাম্মদ সিকদার, সেক্রেটারী রতন দে,এ্যামবেসেটর সাংবাদিক ফারুক আহমেদ,জহুর আহমেদ চৌধুরী,সালাউদ্দিন,সহ ঢাকা থেকে আগত ডলার ও মুমু ছাড়াও উপস্হিত থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন মাইনুল হোসেন ও আরমান প্রমূখ।
দি হাঙ্গার প্রজেক্ট পরিচালিত পিডিএন একটা বহুদলীয় প্লাটফরম-যার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সংঘাত বিহীন ঐক্যের বাংলাদেশ গড়া।দেশের ৩৬ টি উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি কাজ করছে ২০১৭ সাল থেকে।সংগঠনটির সামগ্রীক বিষয়বলী নিয়ে ২৯ জুন ২০২৪ ইং ঢাকায় জাতীয় কনভেনশনের কথা রয়েছে।
সেখানে পিএসজির বিগত প্রায় ছয় বছর ধরে বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকতায় অর্জিত সফলতা গুলো দেশি-বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সামনে তুলে ধরবেন বলে জানানো হয়।