দোয়ারাবাজারে ভোটকেন্দ্রে চাকুসহ এজেন্ট আটক ৬ মাসের কারাদণ্ড

 প্রকাশ: ২৯ মে ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন   |   সারাদেশ

 শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):  সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভোটকেন্দ্রে চাকুসহ প্রবেশ করায় আটক করা হয়েছে এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে। পরে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার (২৯ মে) সকাল ১১ টায় এই সাজা প্রদান করেন নির্বাচনে দায়িত্বরত প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম। এর আগে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম জুয়েলের নির্বাচনী এজেন্ট মাসুক মিয়াকে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে চাকুসহ আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাচনী বিধিমালা ২০১৩ এর ৭৪(৩) বিধি মোতাবেক অভিযুক্তকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। এ ছাড়া তাকে আরো ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত নির্বাচনী এজেন্টকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে।

সারাদেশ এর আরও খবর: