মুকসুদপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণীতে পুরষ্কার বিতরণ
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন | সারাদেশ

মেহের মামুন (মুকসুদপুর, গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণীতে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে জেলাখানা মাঠে এই প্রদর্শণী অনুষ্ঠিত হয়। মেলায় ২৫টি ষ্টলে গরু, ছাগল, গাড়ল, ভেড়া হাস, মুরগী, ঘাসসহ বিভিন্ন প্রজাতীর প্রাণির প্রদর্শিত হয়। এছাড়াও অনুষ্ঠানে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য মোরগ লড়াই অনুষ্ঠিত হয়। প্রদর্শণী শেষে অংশগ্রহণকারী সকলকে পুরষ্কার প্রদান করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, খামারী সালাউদ্দীন সুমন, এইআই টেকনিশিয়ান আবুল খায়ের সুমন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: মিরাজ হোসেন।