মিছবাহুল উম্মাহ মাদরাসায় নতুন শিক্ষা কারিকুলাম এর উপর শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন
প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২৪, ০৪:০২ অপরাহ্ন | প্রেসরিলিজ
গত ২৬ ও ২৭ জানুয়ারি মিছবাহুল উম্মাহ মাদরাসায় অনুষ্ঠিত হয়ে গেল নতুন শিক্ষা কারিকুলাম এর উপর শিক্ষক প্রশিক্ষণ। মিছবাহুল উম্মাহ মাদরাসা অডিটোরিয়ামে ম্যানেজিং কমিটির সভাপতি এস এম রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব বদরুল আমিন মুন্নু সরদার ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা তাফাজ্জল হোসেন প্রশিক্ষক গন বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেন। "নতুন কারিকুলাম এর উপর পাঠদান পদ্ধতি "এই বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়েছেন মুহাম্মদ শাহজাহান, " শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি এবং কার্যকর শিখন শেখানো প্রক্রিয়ায় শিক্ষকের ভুমিকা" বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন ড. নুরুল্লাহ মাদানি, "নতুন কারিকুলামের আলোকে মূল্যায়ন পদ্ধতি " বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন মোস্তাফিজুর রহমান সুমন, "পরিকল্পিত পাঠদান : গুরুত্ব ও প্রয়োজনীয়তা" বিষয়ে বক্তব্য রেখেছেন তামিরুল মিল্লাত মাদ্রাসা (মহিলা শাখা) এর প্রিন্সিপাল মুফতি মিজানুর রহমান । পুরান ঢাকার এ মাদরাসায় ৪০ জন শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষকেরা বলেন, ইতিপূর্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক যে প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে, সেখানে যে শিখন ঘাটতি ছিল, এ প্রশিক্ষণের মাধ্যমে তা পূর্ণতা পেয়েছে। এখন তাঁরা দক্ষতার সঙ্গে পাঠদান করতে পারবেন।, প্রশিক্ষণলব্ধ জ্ঞান শিক্ষকেরা যাতে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন, এ বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ করবেন।