সোনাহাটে আগুনে পুড়ল ৯ গরু, ২ ঘর
প্রকাশ: ২৬ জানুয়ারী ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন | সারাদেশ

কুড়িগ্রামের ভুরুংগামারী উপজেলার সোনাহাটে মোহাম্মদ নাসির উদ্দিন দেওয়ানী পাগলার গরু পাঁচটি তার ছেলে বাঘা মিয়ার আর গরু দুইটি এবং নাসির উদ্দিনের জামাতা তার গরু তিনটি গরু গোয়াল ঘরে বাধা অবস্থায় আগুনে ঝলসে পুড়ে যায়। তাদের বাড়ির আগুন পাশের বাড়িতে ছড়িয়ে যায় পাশের বাড়ি আতর মিয়ার এবং তার বোন সেই বাড়িতে বসবাস করত তাদের চারটি ঘর দুইটি ঘর ২০/১০ হাত এবং দুটি ঘর ১৮/১০ হাত এবং নছরউদ্দিনের ঘর ইউ ব্যাটিং তার ঘর ৫০ বাই ১৬ হাত এবং আরো একটি ঘর ২০/১০ আগুনে একেবারে পুড়ে যায়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত্রি নয়টা বিশ মিনিট সোনারহাট ব্রিজের পশ্চিম পাশে রাস্তার সাথে। তারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে এবং অত্যন্ত দরিদ্র পরিবারের লোক। তাদের একমাত্র আয়ের উৎস কৃষিকাজ। দিন এনে দিন খাওয়া পরিবারের বসতবাড়ির সঙ্গে তাদের জমানো টাকা এবং ব্যাংক থেকে ঋণ নেওয়া টাকা পুড়ে যায়। আতর মিয়ার ৯০ হাজার টাকা এবং নছর উদ্দিন এর ৫০ হাজার টাকা,আতর মিয়ার বোন মর্জিনা খাতুনের ২০ হাজার টাকা আগুনে ঝলসে পুড়ে যায়।
সেই সাথে ধান- চাউল নগদ টাকা সোনা দানা অনেক কিছু পুড়ে যায়।
তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় কিন্তু ফায়ার সার্ভিস আস্তে আসতে দেরি হওয়ায় আগুন লেগে পুরো বাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। তাদের থাকার এখন কোনো স্থান থাকলো না। কাপড়-চোপড় ও অবশিষ্ট রইলো না। এই তীব্র শীতের মধ্যে তাদের খুবই করুণ অবস্থায় এবং তারা আর্তচিৎকার,কান্নাকাটি আশপাশের বাতাস ভারী হয়ে আয়াছে।
আতর মিয়া এবং তার বোন বেহুশ অবস্থায় গুরুতর আহত হিসেবে অন্য এক বাড়িতে শুয়ে আছে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভুরুংগামারীর থানার ওসি মো: রুহুল আমিন।