নিরঙ্কুশ জয় পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বশেফমুবিপ্রবি উপাচার্যের অভিনন্দন

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন   |   শিক্ষা

নিরঙ্কুশ জয় পাওয়ায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বশেফমুবিপ্রবি উপাচার্যের অভিনন্দন


বশেফমুবিপ্রবি প্রতিনিধি:


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরঙ্কুশ বিজয় লাভ করায় তাঁকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


মঙ্গলবার (০৯ জানুয়ারি) একবার্তায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে জনগণ ভোটের মাধ্যমে পঞ্চমবারের মতো শেখ হাসিনাকে নির্বাচিত করেছেন। অতীতের মতো এবারো জনগণের সেই আশা পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।


তাঁর দূরদর্শী ও পরিকল্পিত পদক্ষেপে বাংলাদেশ অপ্রতিরোধ্য অগ্রগতিতে এগিয়ে যাবে বলেও মনে করেন দেশসেরা পদার্থবিজ্ঞানী ড. মো. কামরুল আলম খান।


শিক্ষা এর আরও খবর: