ওসমানীনগরে প্রবাসীর ভূমিতে স্থাপনা নির্মাণে বাঁধা

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন   |   সারাদেশ

ওসমানীনগরে প্রবাসীর ভূমিতে স্থাপনা নির্মাণে বাঁধা

সিলেটের ওসমানীনগরের উমরপুর বাজারে এক যুক্তরাজ্য প্রবাসী মহিলার দেন মোহরের ভূমিতে স্থাপনা নির্মাণ করতে বাঁধা প্রদান করছেন তার আত্মীয় স্বজনরা। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগি ঐ মহিলা। জানা যায়, উপজেলার উমরপুর ইউনিয়নের উসমরপুর গ্রামের মৃত সুন্দর মিয়ার স্ত্রী যুক্তরাজ্য প্রবাসি লিলা বেগমের উমরপুর বাজারস্থ ২০ শতাংশ ভূমিতে সীমানা প্রাচীর ও একটি ঘর নির্মাণ করতে গেলে তারই আত্মীয় মৃত মদরিছ মিয়ার ছেলে সাজন মিয়া (৩৭) ও সুজন মিয়া (৩৫) বাঁধা প্রদান করেন। লিলা বেগম তখন বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে আইনানুগ ব্যবস্থা নিতে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিলা বেগম বলেন, ১৯৭২ সালে আমার শ্বশুর ও চাচা শ্বশুর বিয়ের দেনমোহর বাবদ আমাকে এ ভূমি দান করেন। ভূমির দলিল, নামজারির কাগজপত্র সবই আমার নামে আছে। ইদানীং আমি আমার ভূমিতে ঘর ও সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে আমার চাচা শ্বশুরের ছেলেরা বাঁধা প্রদান করছেন। অভিযুক্ত সাজন মিয়া বলেন, এ ভূমি আমার মৌরসী সম্পত্তি। আমি আমার মৌরসী সম্পত্তি রক্ষার জন্য নির্মাণ কাজে বাঁধা দিচ্ছি। ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ মাছুদুল আমিন বলেন, উমরপুরে একটি ভূমি নিয়ে পারিবারিক সমস্যা রয়েছে। আইন শৃংখলা যাতে বিঘ্ন না ঘটে এ জন্য উভয়কে শান্ত থাকার পরামর্শ দিয়েছি।

সারাদেশ এর আরও খবর: