জাবিতে আন্তঃবিভাগ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে আইন ও বিচার বিভাগ

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ১২:৩৬ অপরাহ্ন   |   খেলাধুলা

জাবিতে আন্তঃবিভাগ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে আইন ও বিচার বিভাগ


মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি) :


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্ণামেন্টে মার্কেটিং বিভাগকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আইন ও বিচার বিভাগ।


বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত গ্রুপ পর্বের খেলায় এ জয়লাভ করে তারা৷


শুরুতে টসে জিতে মার্কেটিং বিভাগ আইন বিভাগকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়৷ ওপেনার ফাহিমকে হারিয়ে চাপে পড়ে যায় তারা৷ পরে অনিক ও সায়েদুল মোরসালিনের দুর্দান্ত পার্টনারশিপ দলকে একটি শক্ত ভিতে দাঁড় করাতে সক্ষম হয়। অনিক ২৬ রান ও মোরসালিন ৪৮ রান করে অপরাজিত থাকেন৷ ৩ উইকেট হারিয়ে  ১০ ওভারের খেলায় মার্কেটিং বিভাগকে ৯৫ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় তারা৷


জবাবে ব্যাটিং এ নেমে চমৎকার সূচনা করে মার্কেটিং বিভাগ৷ তবে তৃতীয় ওভারের মাথায় ওপেনার উজ্জ্বলকে সাজঘরে ফেরান অধিনায়ক মোরসালিন৷ বিপদ কাটিয়ে নিশাতের ব্যাটিং নৈপুণ্যে মাত্র এক উইকেট হারিয়ে ৮ ওভারে ৮১ রান করে জয়ের দ্বারপ্রান্তে পৌছে যায় মার্কেটিং বিভাগ৷ শেষ দুই ওভারে তাদের প্রয়োজন ছিল ১৪ রান ও ১০ উইকেট। নবম ওভারে আফজালের দুর্দান্ত বোলিংয়ে আরো একটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা৷ জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান। শান্তর বলে চার মেরে খেলায় টিকে থাকে তারা। তবে পরপর দুটি ডটবলের কল্যাণে শেষ বলে প্রয়োজন হয় ৪ রান। শান্তর বোলিং তোপে মাত্র একটি রান নিয়ে খেলায় পরাজয় শিকার করে মার্কেটিং বিভাগ।



উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি চারুকলা ও বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউটের মধ্যকার ম্যাচ দিয়ে  আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেট শুরু হয়। নক আউট পদ্ধতিতে এ  টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের সর্বমোট ৩৮টি দল অংশগ্রহণ করেছে৷

খেলাধুলা এর আরও খবর: