পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৯:০৮ অপরাহ্ন | সারাদেশ

মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়) : পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় সুমাইয়া আকতার মিম (১০) নামের এক চতুর্থ শ্রেণী শিক্ষার্থীদের মৃত্যু হয়েছে।বুধবার (১৫ মার্চ)সকালে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বুড়াবুড়ি মান্দুলপাড়া এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
এসময় আহত হন তার চাচা ফজলুল হক (৪৫) ও মিমের ছোট ভাই মুস্তাকিম (৭)।মিম একই এলাকার মনসুর আলীর মেয়ে এবং বুড়াবুড়ি কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়,বুধবার সকালে মিম তার চাচা ফজলুল হকের মোটরসাইকেল যোগে স্কুল থেকে বাড়ি ফিরছিল।পথিমধ্যে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে বুড়াবুড়ি বাজার সংলগ্ন এলাকায় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে মিম সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।গুরুতর আহত হয় মিমের চাচা।স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর হাসপাতালে স্থানান্তর করে।
সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেন,তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাইদ চৌধুরী।