লেখা পড়ার পাশাপাশি ভালো মানুষ হয়ে উঠতে হবে: চাইল্ড হেভেনের উদ্বোধনী ক্লাসে বিজন সেন রায়
প্রকাশ: ১২ জানুয়ারী ২০২৩, ০৭:২৮ অপরাহ্ন | শিক্ষা

শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):
চাইল্ড হেভেন কিন্ডারগার্টেন স্কুলের ২০২৩ শিক্ষাবর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ চাইল্ড হেভেন কিন্ডারগার্টেন স্কুলে এর উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়।
স্কুলের প্রিন্সিপাল আজিজুল হক মাসুকের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল বুল বুল বেগমের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, নুরুজ্জামান চৌধুরী, স্কুলের শিক্ষক বুশরা, সুলতানা বেগম, অভিভাবক নূর উদ্দিন, আমীর হোসেন আমু প্রমুখ।
উদ্বোধন পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় বলেন, শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি ভালো মানুষ হয়ে উঠতে হবে। এজন্য প্রয়োজন শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের আন্তরিক প্রচেষ্ঠা। শিশুদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের মা-বাবার ভূমিকা অপরিসীম। শিশুরা দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠলে আগামীর একটি সুন্দর সমাজ ও দেশ বিনির্মাণ করতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, এই স্কুলের প্রিন্সিপালসহ সকল শিক্ষকগণ অনেক অভিজ্ঞ। স্কুলটির পরিবেশ এবং পড়া-লেখার মানও খুব ভালো। আমি আশাবাদী এই স্কুল থেকে শিক্ষার্থীরা লেখা-পড়া করে সব জায়গায় যেমন মেধার সাক্ষর রাখবে, তেমনিভাবে আলোকিত মানুষ হবে।