ইবি শিক্ষক সমিতির নির্বাচন আগামীকাল
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ০৪:১৩ অপরাহ্ন | শিক্ষা
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আগামীকাল ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে ভোটগ্রহণ চলবে। এতে মোট ভোট প্রদান করবেন বিশ্বিবদ্যালয়ের ৪০৪জন শিক্ষক। এবারে শিক্ষক সমিতির নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩টি পূর্ণাঙ্গ প্যানেল ও পৃথকভাবে ১জন সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, মহান মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক-সংগঠন শাপলা ফোরামের পূর্ণাঙ্গ প্যানেলে মনোনীত সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, কোষাধ্যক্ষ ড. মোঃ আব্দুল্লাহ-আল-মাসুদ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী হিসেবে লড়ছেন অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. মোছাঃ শেলীনা নাসরীন, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক ড. বাকী বিল্লাহ (বিকুল), অধ্যাপক ড. মোঃ মহব্বত হোসেন, ড. মোঃ সাজ্জাদ হোসেন, এম. নাসিমুজ্জামান, মোঃ সাজ্জাদুর রহমান টিটু, মোঃ ফিরোজ আল মামুন ও মোঃ শহিদুল ইসলাম।
প্রগতিশীল শিক্ষক প্যানেলের নির্বাচনীয় যে প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ে সকল ক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিফলনে অঙ্গীকারাবদ্ধ, বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে এ্যাক্ট, স্ট্যাটিউট-এর পূর্ণ প্রতিফলন নিশ্চিতকরণ, স্নাতক শ্রেণির শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে শিক্ষকদের সম্মিলিত মতামতের ভিত্তিতে যুগোপযোগী ও শিক্ষাবান্ধব ভর্তি পদ্ধতি প্রবর্তনের উদ্যোগ গ্রহণ।
এছাড়া প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে শিক্ষকবৃন্দের অনর্জিত ইনক্রিমেন্ট (ফলাফল, প্রকাশনা, পিএইচ.ডি) এরসহ অফিস কক্ষ ও প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবস্থা নিশ্চিত করা, শিক্ষক-শিক্ষার্থীদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে প্রশাসনিক দীর্ঘসূত্রতা নিরসনে ই-সেবা চালু, উন্নত ব্যাংকিং সুবিধা প্রদান ও একাধিক ব্যাংকের “এটিএম” বুথ স্থাপন, বিভিন্ন বিভাগে শিক্ষক স্বল্পতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, বিশ্ববিদ্যলয়ের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।
প্রগতিশীল শিক্ষক প্যানেলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, 'ব্যালটের মাধ্যমেই সম্মানিত শিক্ষকবৃন্দ তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করবেন। আমরা নির্বাচনে জয়ী হলে আমাদের ইস্তেহারে যে প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো।'

