মেথর পট্টির সাধারণ মেথররাই আমাকে সেদিন বাচিয়েছে : চট্টগ্রামে ইন্জিনিয়া মোশাররফ হোসেন

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২, ০৪:৫৬ অপরাহ্ন   |   সারাদেশ

মেথর পট্টির সাধারণ মেথররাই আমাকে সেদিন বাচিয়েছে : চট্টগ্রামে  ইন্জিনিয়া মোশাররফ হোসেন

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর ইতিহাস বিকৃত হয়েছে। মুক্তিযুদ্ধ এমনিতে হয়নি অনেক কষ্টে দেশ স্বাধীন হয়েছে। আমরা বহু কষ্টে সেদিন বেচেদেছি আল্লাহর রহমত ছিলো বলে। মেথর পট্টির সাধারণ মেথররাই আমাকে সেদিন বাচিয়েছে। সবকিছুর দাম বিশ্বব্যাপি বেড়েছে এর ধারা এখানেও। তবে মাননীয় ফ্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশটাকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন তাঁর জন্য সবাই দোয়া করবেন। ৮  নভেম্বর ( মঙ্গলবার )  সন্ধ্যা ৭ নগরীর একটি অভিজাত  হোটলে আযোজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এই কথা বলেন বাংলাদেশ সরকার এর সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি।

গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউ.কে আয়োজিত  লন্ডন থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত “স্বর্ণজয়ন্তীতে বাংলাদেশ” সরণিকার প্রকাশানা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  গ্রেটার চট্টগ্রাম ইউ.কে প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিষ্টার মনোয়ার হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকার এর সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি,  বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদ এর হুইপ সামসুল হক চৌধুরী এম.পি, চট্টগ্রাম জেলা পরিষদ এর চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, গ্রেটার চট্টগ্রাম ইউ.কে এর কার্যকরী সভাপতি ইসহাক চৌধুরী ,  সাবেক সংসদ সদস্য  সাবিহা মুসা  প্রমুখ।


সভাপতির বক্তব্যে ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউ কে  প্রতিষ্ঠালগ্ন থেকে  লন্ডনে  এবং দেশে  কোভিট-  ১৯ ,  ক্যান্সার ,  গরিব দুস্তদের খাদ্য ও চিকিৎসা  সহায়তা সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম  করে আসছে ,  আগামীতে আরো বাাপক ভাবে এই কার্যক্রম চালিয়ে  যাওয়ার জন্য তিনি সকলের সার্বিক সহায়তা কামনা করেন।


সারাদেশ এর আরও খবর: