পঞ্চগড়ে উদ্দীপনের ফ্রি মেডিকেল ক্যাম্প

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ০৯:৩৮ অপরাহ্ন   |   সারাদেশ

পঞ্চগড়ে উদ্দীপনের ফ্রি মেডিকেল ক্যাম্প


মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়)  : : পঞ্চগড়ে উদ্দীপন সংস্থার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার পঞ্চগড় শহরের কায়েতপাড়ায় উদ্দীপনের আঞ্চলিক কার্যালয়ে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মেডিসিন, ডায়াবেটিস, রক্তের গ্রুপ নির্নয়, জন্ডিস পরিক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রায় ২ শতাধিক অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, উদ্দীপনের পঞ্চগড় অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক পরিতোষ চন্দ্র বিশ্বাস, উদ্দীপন প্রোব বাংলাদেশ লিমিটেডের পিজিটি ও কনসালটেন্ট ডা. এস. এম আদনান রশিদ, হেল্থ এক্সিকিউটিভ মুরাদ হোসেন, উদ্দীপন পঞ্চগড় অঞ্চলের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শারমিন আক্তার, সদর উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক মমিনুর ইসলাম প্রমুখ।


সারাদেশ এর আরও খবর: