সালথায় বর্ণাঢ্য আ‌য়োজ‌নে জাতীয় সমবায় দিবস পালিত

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ১১:০১ অপরাহ্ন   |   সারাদেশ

সালথায় বর্ণাঢ্য আ‌য়োজ‌নে জাতীয় সমবায় দিবস পালিত

জাকির হোসেন (সালথা,ফ‌রিদপুর) : বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়‌কে সামনে রেখে ফরিদপু‌রের সালথায় বর্ণাঢ্য আ‌য়োজ‌নে জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হ‌য়ে‌ছে। উপ‌জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও উপ‌জেলার সমবায়ীবৃন্দ এর আ‌য়োজ‌নে র‌বিবার (৬ নভেম্বর) বেলা ১০ টায় উপ‌জেলা চত্ত্ব‌রে জাতীয় সংগী‌তের সা‌থে সা‌থে সমবা‌য়ের পতাকা উত্তলন করার মাধ্যমে সমবায় দিব‌সের শুভ সুচনা করা হয়।

পতাকা উত্তলন শে‌ষে উপ‌জেলা চত্ত্বর থে‌কে এক‌টি বর্ণাঢ্য সমবায় র‌্যালী বের হ‌য়ে উপ‌জেলা সদ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিন ক‌রে উপ‌জেলা চত্ত‌রে এসে শেষ হ‌য়। র‌্যালী শে‌ষে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপল‌ক্ষে উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এক আ‌লোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপ‌জেলা ইউ‌সি‌সিএ এর চেয়ারম্যান মোঃ খায়রুজ্জামান বাবুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হো‌সেন শা‌হিন। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, সহকারী ক‌মিশনার (ভূমি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী, উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার মোঃ নিয়ামত হো‌সেন, উপজেলা সমবায় অফিসার মোঃ ইয়াকুব আলী, বীর মু‌ক্তি‌যোদ্ধা আবুল কালাম আজাদ, বি‌শিষ্ঠ সমবায়ী চৌধুরী জান-ই মারজানা শার‌মিন, সালথা মহিলা সমবায় সমিতির সভাপতি চৌধুরী হোসনেয়ারা ইকবাল (মাতু), সমবায়ী ফারহানা মু‌ন্নি প্রমূখ।


এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনপ্রতি‌নি‌ধি এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন। আ‌লোচনা সভাপ‌টি সঞ্চালনা ক‌রেন সহকরী উপ‌জেলা শিক্ষা অ‌ফিসার কৃষ্ণ চন্দ্র চক্রব‌র্তী।


আ‌লোচনা সভায় বক্তারা সমবায় খা‌তে সরকা‌রের বি‌ভিন্ন উন্নয়ন নি‌য়ে আ‌লোচনা ক‌রেন, পাশাপা‌শি সমবায়ের মাধ্যমে নতুন নতুন উ‌দ্যোক্তা তৈরী হওয়ার কথা ব‌লেন।


সারাদেশ এর আরও খবর: