ইউএনও'র সাথে মাধবপুর বাজার ব্যবসায়ীদের শুভেচ্ছা বিনিময়

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ১০:৩৯ অপরাহ্ন   |   সারাদেশ

ইউএনও'র সাথে মাধবপুর বাজার ব্যবসায়ীদের শুভেচ্ছা বিনিময়

শেখ জাহান রনি (মাধবপুর, হবিগঞ্জ) :  হবিগঞ্জের মাধবপুর বাজারের মুদি ও স্টেশনারী ব্যবসায়ী সমিতি ইউএনওর সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

রোববার (৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের কার্যালয়ে ব্যবসায়ীদের শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ এরশাদ আলী, মুদি ও স্টেশনারি সমিতির সভাপতি স্বপন কুমার রায়, সাধারণ সম্পাদক সুজিত পাল, সহ-সভাপতি মুশিউর রহমান বাদশা, সহ-সভাপতি কাজল চক্রবর্তী, সহ-সভাপতি অজিত পাল, কোষাধ্যক্ষ সুধীরচন্দ্র পাল, প্রচার সম্পাদক সুমন সেন, বিল্লাহ হোসেন, মিজানুর রহমান, ওয়াসিম আকরাম সহ অনেকেই।

সারাদেশ এর আরও খবর: