বশেফমুবিপ্রবি তে সহকারী প্রক্টর হিসাবে দায়িত্ব পেলেন ড. নাজমুল হুদা
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:১০ পূর্বাহ্ন | সফলতার গল্প

সাদেকুল ইসলাম সাকিব (বশেফমুবিপ্রবি) :
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারি অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা।
মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর ২০২২ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয় হিসাব বিজ্ঞান বিষয়ক সহকারি অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদাকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার মূল দায়িত্বের পাশাপাশি সহকারী প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে নব নিযুক্ত সহকারী প্রক্টর ড. সৈয়দ নাজমুল হুদা বলেন, এ সংক্রান্ত চিঠি পেয়েছি। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করি।