ছোট মহেশখালী আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিতে ক্ষুব্ধ তৃণমূলের কাউন্সিলরা

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৩ পূর্বাহ্ন   |   সারাদেশ

ছোট মহেশখালী আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিতে ক্ষুব্ধ তৃণমূলের কাউন্সিলরা



নুরুল করিম, (মহেশখালী) : 

মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার গভীর রাতে স্থগিতে ক্ষুব্ধ কাউন্সিলরা।


শুক্রবার বিকালে আদিনাথসরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সম্মেলন দিন ধার্য্য ছিল, গভীর রাতে পেইসবুক পোষ্ট এ জানতে পারে সম্মেলন স্থগিত। কোন প্রাকৃতিক দূর্যোগ ছাড়া নির্দিষ্ট কারন ছাড়া সম্মেলন স্থগিত এর কারন জানতে চাই অত্র ইউনিয়নের কাউন্সিলরা।


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ সেলিম মেম্বার, ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুল গফুর, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নুরুল আলম, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনছার।


বক্তারা বলেন, শুক্রবার দুপুরে সম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু রাত সাড়ে ১২টায় ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বজ্র গোপাল ঘোষ ফোন করে সম্মেলন স্থগিতের কথা জানান কাউন্সিলদের। সম্মেলন স্থগিতের কারণ জানতে চাইলে তিনি কোনো কারণ বলতে পারবেন না বলে ফোন রেখে দেন। এতে করে আমরা আর্থিক ও সাংগঠনিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।


এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দুল করিম, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহাজান, ২নং ওয়ার্ডের সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টো, ৪নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ শফি, ৬নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ ছৈয়দ, সাধারণ সম্পাদক আব্দুস সমদ, ৮নং ওয়ার্ডের সভাপতি প্রণব দে, ৯নং ওয়ার্ডের সভাপতি বাবু রঞ্জন দে, সাধারণ সম্পাদক রবি দে'সহ বিভিন্ন ওয়ার্ড হতে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফোরকান বিএ এবং সদস্য সচিব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাধারণ মাস্টার রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করলে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবেন না, তবে স্থানীয় নেতাকর্মীদের, দ্বন্দ্ব নিরসনে সম্মেলন স্থগিত করেন, পরে সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানিয়েছেন।


ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল ইসলাম রিয়ান সিকদার বলেন,‘আমি যখন সম্মেলনে আসার প্রস্তুতি নেই তখন শুনতে পাই সম্মেলনের চূড়ান্ত এবং শেষ মুহূর্তে এসে কী কারণে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও উপজেলা আওয়ামী লীগের নেতারা সম্মেলন স্থগিত করা হলো তা আমার জানা নেই, তবে কমিটির কেউ জানে না। ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।



সারাদেশ এর আরও খবর: