বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২২ : ফুটবল ও কাবাডিতে যবিপ্রবি অপ্রতিরোধ্য
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৭ পূর্বাহ্ন | খেলাধুলা

শেখ সাদী (যবিপ্রবি প্রতিনিধি):
বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২২ এর দ্বিতীয় দিনে ফুটবল ও কাবাডিতে বিশাল ব্যাবধানে জয় পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪ টা পনের মিনিটে ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নামে যবিপ্রবি। এতে পূর্ণ সময় খেলা শেষে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে জয় পেয়েছে যবিপ্রবি ফুটবল দল। এছাড়া কাবাডিতেও নিজেদের প্রথম ম্যাচে ৬৯-১৩ পয়েন্টে বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটিকে হারিয়েছে যবিপ্রবির কাবাডি দল।
ফুটবল খেলা শুরুর বারো মিনিটের মাথায় দলকে প্রথম গোল উপহার দেন যবিপ্রবি ফুটবল দলের উইঙ্গার ও শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র মোঃ রেজওয়ান হোসেন। ম্যাচে হ্যাট্রিক করেন দলের রোনালদো খ্যাত ফুটবলার শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র পুষ্পক বৈরাগী। দলের পক্ষে দুটি গোল করেন মোঃ রেজওয়ান হোসেন। সত্তর মিনিটের খেলার প্রথমার্ধে যবিপ্রবি দল প্রতিপক্ষের জালে চারটি গোল দেয়।শেষার্ধে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির খেলোয়াড়রা একটি গোল পরিশোধ করে এবং যবিপ্রবির পক্ষ থেকে আরেকটি গোল দেওয়ার ফলে নির্দিষ্ট সময়ে ৫-১ এ খেলাটি শেষ হয়।
এদিকে বিকালে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে কাবাডি খেলায় প্রথম ম্যাচে খেলতে নামে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাবাডি দল। পূর্ণসময় খেলা শেষে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়কে ৬৯-১৩ পয়েন্টে হারিয়েছে যবিপ্রবি।
নিজেদের প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে দলের খেলোয়াড়, কোচ, টিম ম্যানেজার ও অফিসিয়ালেরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আগামী ১২ই সেপ্টেম্বর সোমবার একই ভেন্যুতে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে যবিপ্রবির ফুটবল যুবারা।