রামগঞ্জ উপজেলায় ৬ হাজার দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন আনোয়ার খান এমপি'
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ১২:১৮ পূর্বাহ্ন | রাজনীতি

রামগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ভিডিও কনফারেন্সে ৬ হাজার দরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি ও আলু বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকবে। তাঁর নেত্রীত্বে বাংলাদেশ উন্নত হবেই বলে প্রত্যয় ব্যক্ত করেন আনোয়ার খান এমপি।
শনিবার লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান ঢাকা থেকে ওডিও কনফারেন্সে যুক্ত হয়ে তাঁর রাজনৈতিক ও গনমাধ্যম সচিব শেখ নাজমুল হক সৈকত এবং একান্ত সচিব রিয়াজুল হায়দার বাপ্পীর মাধ্যমে ত্রান সামগ্রী বিতরণ করেন। এসময় রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযাদ্ধা আ ক ম রুহুল আমিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু, সুরাইয়া আক্তার শিউলি, সাবেক মেয়র বেলাল আহমেদ, ভাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন ভূঁইয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
৬ নং ওয়ার্ডের পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমরদিয়া ২ নং ওয়ার্ডে ৬ হাজার দুস্থ্য মানুষের মধ্যে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
ওডিও কনফারেন্সে আনোয়ার খান এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে চলতি মাসে আরো ৪ হাজার দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, চিনি ও আলু বিতরণ করা করা হবে বলেও জানান আনোয়ার খান এমপি।
অসহায় দরিদ্র মানুষের মধ্যে তাঁর নিজস্ব অর্থায়নে এ সাহায্য সহযোগীতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এডিপি প্রকল্পের আওতায় এক'শ দরিদ্র পরিবারের মধ্যে ১০০টি সেলাই মেশিন বিতরণ করা হবে বলেও ঘোষণা দেন আনোয়ার হোসেন খান এমপি। এ উপলক্ষে আজ সকালে উপজেলা পরিষদ চত্তরে আনোয়ার খান এমপির পক্ষে ইউএনও তাপ্তি চাকমা সেলাই মেসিন বিতরণ কার্যক্রম শুরু করেন।