বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন | অর্থ ও বাণিজ্য
বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উদ্যোগে বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কোম্পানির নিজস্ব ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব বি. এম. ইউসুফ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী এবং ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল ও একক বীমা) সৈয়দ মোতাহার হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (জনপ্রিয় বীমা প্রকল্প) কামাল হোসেন মহাসিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইসলামী ডিপিএস প্রকল্প) খলিলুর রহমান সিকদার, ঊর্ধ্বতন প্রকল্প পরিচালক ও প্রকল্প পরিচালকবৃন্দ।
অনুষ্ঠানে বীমা গ্রাহকদের মাঝে দাবীর চেক হস্তান্তর করা হয় এবং কোম্পানির চলমান ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা গ্রাহকসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা এবং সময়মতো বীমা দাবী পরিশোধের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।
