শরণখোলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের আধিক্য

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন   |   জেলার খবর

শরণখোলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের আধিক্য

সঞ্জয় কুলু  (শরনখোলা , বাগেরহাট): 

 উপকূলীয় উপজেলা শরণখোলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ শিক্ষকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে খুবই কম। উপজেলা জুড়ে থাকা ২১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩৮৩ জন শিক্ষক রয়েছেন। এর  মধ্যে নারী শিক্ষকের সংখ্যা দিন দিন বাড়লেও, পুরুষ শিক্ষক পাওয়া যাচ্ছে নগন্য হারে। শরনখোলা উপজেলা শিক্ষা অফিসার জনাব মুশতাক আহমেদ বলেন, “১০০টি এর বেশি স্কুলে প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে এবং ৮০ জনের মতো সহকারী শিক্ষক নেই। কোঠার কারণে মহিলা শিক্ষক বেশি ছিল। কোঠা উঠে গেলে যদি পুরুষ শিক্ষক কিছুটা বাড়ে।চ্

একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, “নারী শিক্ষকদের সংখ্যা বেশি হওয়ায় অনেক সময় মাঠ পর্যায়ের কাজ, ক্রীড়া কার্যক্রম বা জরুরি বাহিরের দায়িত্ব পালনে সমস্যায় পড়তে হয়। অন্যদিকে, নারী শিক্ষকদের উপস্থিতি বৃদ্ধিতে বিদ্যালয় পরিবেশ আরও সুশৃঙ্খল ও শিশু-বান্ধব হয়েছে বলে মন্তব্য করেছেন অভিভাবকেরা। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, শিক্ষাক্ষেত্রে নারী-পুরুষ উভয়ের ভারসাম্যপূর্ণ অংশগ্রহণ প্রয়োজন। এ বিষয়ে নীতিনির্ধারকদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


জেলার খবর এর আরও খবর: