কোভিড চিকিৎসায় সফলতা অর্জনে আনোয়ার খান মর্ডার্ণ হাসপাতালের ভূয়সী প্রশংসা করলেন ঢাবি প্রতিনিধি দল
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৭ অপরাহ্ন | সফলতার গল্প

কোভিড চিকিৎসায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের ভূমিকায় ভূয়সী প্রশংসা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলেজ পরিদর্শকদের একটি প্রতিনিধি দল। সোমবার সকালে রাজধানীর আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ পরিদর্শন শেষে আনোয়ার খান মডার্ণ কতৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাত শেষে এমন অভিব্যক্তি প্রকাশ করেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ার খান মডার্ণ গ্রুপের প্রেস সেক্রেটারি শেখ নাজমুল হক সৈকত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. শাহরিয়ার নবী, ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপক ডা. ইফফাত আরা সামসাদ, ঢাবি অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের ইএনটি বিভাগের অধ্যাপক ডা. মণিলাল আইচ লিটু। অন্যদিকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান, মডার্ন হেল্থ গ্রুপ অব কোম্পানির উপদেষ্টা মেজর জেনারেল (অব:) আশরাফ আব্দুল্লাহ ইউসুফ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. মো: ফজলুর রহমান, কলেজের অধ্যাক্ষ অধ্যাপক ডা. মো: এখলাসুর রহমান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো: হাবিবুজ্জামান চৌধুরী।
ঢাবি প্রতিনিধি দলের সদস্যরা বলেন, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতলের মত এত ভালো চিকিৎসা সেবা সব হাসপাতালে পরচালিত হলে বাংলাদেশে করোনা রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠবে। পাশাপাশি হাসপাতালটিতে অনান্য রোগের উন্নত চিকিৎসা ব্যবস্থারও প্রশংসা করেন তারা।
এ সময় তাদের স্বাগত জানিয়ে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা বেসরকারী হাসপাতালে কোভিড চিকিৎসা সেবা প্রদান শুরু করি। এই চিকিৎসা সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ৫ থেকে ৭ বছরের মধ্যে রাজধানীর পূর্বাচলে ব্যপক পরিসরে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ স্থানন্তর করা হবে বলেও জানান তিনি।
ডক্টর আনোয়ার হোসেন খান এমপি আরো জানান, তাঁর নির্বাচনী আসন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ সংসদীয় এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের কাজ শিগগিরি শুরু হবে। এজন্য সেখানে জায়গাও নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজভুক্ত হাসপাতালগুলো কোন লাভ করেনি। উপরন্ত লোকসান বয়ে বেড়াচ্ছে। এর মধ্যে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল শুরু থেকে এ পর্যন্ত কোভিড চিকিৎসায় প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকা লোকসান করেছে। তারপরেও কোভিড চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে সুস্থ্য করে তুলতে পারায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডক্টর আনোয়ার হোসেন খান।
আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের চেয়ারম্যান বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইউরোপসহ পার্শ্ববর্তীদেশ ভারতের তুলনায় বাংলাদেশে কোভিড রোগীদের সুস্থ্যতার হার বেশি এবং মৃতের সংখ্যা কম। এর কৃতিত্ব বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলেও উল্লেখ করেন ডক্টর আনোয়ার হোসেন খান এমপি।