হাব এর কার্যনির্বাহী পরিষদের ৬ষ্ঠ সভা অনুষ্ঠিত
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন | প্রেসরিলিজ

হাব এর কার্যনির্বাহী পরিষদের ৬ষ্ঠ সভা গতকাল হাব কার্যালয়, নয়াপল্টন, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে । সভায় এবছরের হজ সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর নিকট শোকরিয়া আদায় করা হয়। ২০২৫ সালের হজের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সউদি হজ ও ওমরাহ মন্ত্রনালয় কর্তৃক হাব সভাপতিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদানে সউদি সরকারকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। ২০২৪ এর হজ কার্যক্রমের বাংলাদেশ ও সউদি পর্ব সফলভাবে সম্পন্ন করতে হাব সভাপতির সার্বক্ষনিক তৎপরতার জন্য ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। সভায় “ জাতীয় হজ ও ওমরাহ কনফারেন্স এবং হজ ও ওমরাহ ফেয়ার-২০২৪ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। হাব এর সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি’র মায়ের ইন্তেকালে শোক প্রস্তাব গৃহীত হয় এবং মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।