সেন্ট মার্টিনের সৌন্দর্যকে ক্ষুণ্ণ করছে অব্যবস্থাপনা, বললেন সালাহউদ্দিন সুমন

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন   |   লাইফস্টাইল

সেন্ট মার্টিনের সৌন্দর্যকে ক্ষুণ্ণ করছে অব্যবস্থাপনা, বললেন সালাহউদ্দিন সুমন

জনপ্রিয় ট্রাভেল ভ্লগার সালাহউদ্দিন সুমন সম্প্রতি দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন-এর বর্তমান অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। দীর্ঘ প্রায় ১০ মাস বন্ধ থাকার পরও দ্বীপে কোনো উল্লেখযোগ্য সংস্কার বা উন্নয়নমূলক কাজ না হওয়ায় তিনি সরকারের উদাসীনতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। এই মন্তব্য তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে করেছেন এবং নিজের সম্প্রতি করা সফরের ভিডিওর মাধ্যমে দ্বীপের বাস্তব চিত্রও তুলে ধরেছেন।

সেন্ট মার্টিন দ্বীপ কয়েক মাস আগে পর্যটকদের জন্য পুনরায় খুললেও, সুমনের দাবি অনুযায়ী অবকাঠামোগত উন্নয়ন বা সংস্কারের কোনো চিহ্ন দেখা যায়নি। ভাঙা রেলিং, উন্মুক্ত কংক্রিট, এবং অযত্নে থাকা স্থাপনা এখনও চোখে পড়ে। তিনি বলেন, “দ্বীপের জেটি থেকেই দর্শনার্থীরা হতাশ হয়ে  যান। এত দীর্ঘ সময় দ্বীপ বন্ধ থাকার পরও কেন কোনো কাজ হয়নি, যা হতাশাজনক ।”দ্বীপের ভেতরের অবস্থা সম্পর্কে তিনি আরও বলেন, “কিছু জায়গায় প্লাস্টিকের চাদর ঝুলিয়ে রাখা হয়েছে, অনেক অংশ যেন অযত্নে থাকা বস্তির মতো লেগেছে।” এই পরিস্থিতি দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করছে এবং পর্যটকদের জন্য ভালো অভিজ্ঞতা দেওয়ার সুযোগ ক্ষুণ্ণ করছে।

সাক্ষাৎকারে সুমন শুধু সেন্ট মার্টিন নয়, সমগ্র দেশের পর্যটন খাতকেও নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “বাংলাদেশের পর্যটন আকর্ষণের জন্য প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নেই। আমাদের আছে সমুদ্র, পাহাড়, নদী ও চারণভূমি। কিন্তু যথাযথ পরিকল্পনা, কাঠামোগত উন্নয়ন এবং পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় সেই সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব হচ্ছে না।”

তিনি দেশের ভিন্ন ভিন্ন অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরেন। “উত্তরবঙ্গের শীতকালীন দৃশ্য, দক্ষিণবঙ্গের বর্ষাকালীন সৌন্দর্য, বিমান ওঠানামার সময় দেখা সবুজ ধানক্ষেতের মনোমুগ্ধকর দৃশ্য এসব বিশ্বের অন্য কোনো জায়গায় দেখা যায় না। তবুও পর্যটকরা এখানে খরচ করার পর্যাপ্ত সুযোগ পান না।”

বিদেশি পর্যটকদের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “দর্শকরা বিদেশ থেকে এসে খরচ করতে ইচ্ছুক, কিন্তু আমাদের দেশ পর্যাপ্ত সুযোগ বা অবকাঠামো তৈরি করতে পারেনি। পৃথিবীর অনেক দেশ সীমিত প্রাকৃতিক সুবিধা থাকা সত্ত্বেও পর্যটক আকর্ষণে সফল, আমাদের দেশে তা সম্ভব হয়নি।”

সালাহউদ্দিন সুমন দীর্ঘদিনের অবহেলা নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “পর্যটন খাতকে কোনো সরকারই এখনো গুরুত্ব দিতে পারেনি। এটি দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, তাই এখনই সময় এই খাতের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার।”

সেন্ট মার্টিন দ্বীপ, বঙ্গোপসাগরে অবস্থিত, দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। সুমনের মন্তব্য ও ভিডিওর মাধ্যমে দ্বীপের বাস্তব অবস্থা সামনে আসায় পুনরায় আলোচনার জন্মেছে দেশের পর্যটন ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়ন এবং টেকসই পরিকল্পনার প্রয়োজনীয়তা নিয়ে।