সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ০৮ অগাস্ট ২০২৪, ১০:৪২ অপরাহ্ন | সারাদেশ

শিব্বির আহমদ, ওসমানীনগর (সিলেট): সিলেটের ওসমানীনগরে বিভিন্ন ইউনিয়নে সনাতন ধর্মালম্বীদের উপাসনালয় ও নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
এসময় পারস্পারিক সৌহার্দ্য পূর্নভাবে সম্প্রীতি বজায় রেখে সম্মিলিত প্রচেষ্ঠায় দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গিকার করেন উভয় নেতৃবৃন্দ।
আজ ৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার গোয়ালাবাজারস্থ কেন্দ্রীয় মডেল কালী মন্দিরে মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিধির রঞ্জন সূত্রধর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব এর সঞ্চালনায় সম্পীতি সভায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, সেক্রেটারী আনহার মিয়া, জামায়াত নেতা বশির আহমদ, আলাউর রহমান, গয়াছ মিয়া, আব্দুল মালিক, শ্রমিক নেতা শাহ ওলিউর রহমান, মন্দির এর সহ সভাপতি অশোক কুমার দেব, সাংগঠনিক সম্পাদক মনোজ দাস পুরকায়স্থ, অর্থ সম্পাদক কাঞ্চন কুমার দে, উপদেষ্ঠা সদস্য অরোন কুমার দেব, পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক শংকর লাল দেব, সদস্য কাজল দাস, সুব্রত দেব প্রমূখ।
এর পূর্বে উপজেলার তাজপুর সহ আরো কয়েকটি স্থানে সনাতন ধর্মালম্বীদের মন্দির ও বাড়িতে পরিদর্শনে যান জামায়াত নেতৃবৃন্দ।