মাধবপুরে কাগজেকলমে সমবায় সমিতির সংখ্যা ৫ শতাধিক হলেও অস্তিত্ব আছে ৫০ টির

 প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ০৪:৪৪ অপরাহ্ন   |   সারাদেশ

মাধবপুরে কাগজেকলমে সমবায় সমিতির সংখ্যা ৫ শতাধিক হলেও অস্তিত্ব আছে ৫০ টির


শেখ জাহান রনি (মাধবপুর , হবিগঞ্জ) :  হবিগঞ্জের মাধবপুরে সমবায় বিভাগ থেকে নিবন্ধন পাওয়া সমবায় সমিতির সংখ্যা ৫ শতাধিক হলেও বাস্তবে ৫০ টির মতো সমিতির কোনো অস্তিত্ব নেই।সংস্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমবায় অধিদপ্তর থেকে ৫শ ১টি সমবায় সমিতি নিবন্ধন নিয়েছে।সেই হিসাবে সমগ্র উপজেলায় ৫শ ১টি সমবায় সমিতি থাকার কথা।কিন্তু বাস্তবে ৫০ টির বেশী সমিতির কোনো অস্তিত্বই নেই।এসব সমিতি বিভিন্ন সময়ে সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা নিতেই বেশী তৎপর। সমবায়ের মূল নীতি আদর্শ বাস্তবায়নের কোনো চেষ্টা নেই এ সমিতি গুলোর। জানা যায়, মাধবপুর উপজেলায় সমবায় বিভাগীয় সমিতি রয়েছে ৮৮ টি।সিবিডিপির আওতাধীন সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি রয়েছে ৬০ টি, সিআইজিভুক্ত মৎস্য বিভাগীয় সমিতি ২৫ টি,প্রাণিসম্পদ বিভাগীয় সমিতি ২৬ টি,  ও কৃষি বিভাগীয় সমিতির সংখ্যা ৪৭ টি।এছাড়া পল্লী জীবিকায়ন প্রকল্পের আওতায়(পজীপ)১৪৮ টি ও বিআরডিবির আওতাভুক্ত সমিতি আছে ১৪৭ টি।সবমিলিয়ে ৫০১ টি নিবন্ধনকৃত সমবায় সমিতি কাগজে-কলমে থাকলেও বাস্তবে ৫০ টি সমিতি তাদের কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে।বাকিগুলোর বাস্তব কোনো অস্তিত্ব নেই বলে স্বীকার করেছেন খোদ উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রশিদ। তিনি জানান,নিবন্ধন প্রাপ্ত সমবায় সমিতিগুলোর মধ্যে ৫০ টির মতো সমিতির কার্যক্রম সন্তোষজনক। বার্ষিক অডিটে এগুলোর কর্মকান্ডের প্রমান পাওয়া যায়। বাকীগুলোর কোনোরকম তৎপরতা নেই। তিনি আরো জানান, বিভাগীয় সমবায় সমিতিগুলো সমবায় অফিস থেকে নিয়মিত মনিটরিং করা হয়। অন্যান্য সমিতিগুলোর ব্যাপারে তাদের তেমন কিছুই করার নেই।সমবায় বিভাগের সরাসরি তত্বাবধানে পরিচালিত নিবন্ধনকৃত ৮৮ টি সমিতির সবগুলোও সচল নয় বলে তিনি উল্লেখ করেন।






সারাদেশ এর আরও খবর: