ভারত-রাশিয়া তাদের মৃত অর্থনীতি ডোবাক, আমার কিছু আসে যায় না: ট্রাম্প

 প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

ভারত-রাশিয়া তাদের মৃত অর্থনীতি ডোবাক, আমার কিছু আসে যায় না: ট্রাম্প



ভারত থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের একদিন পরই আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি ভারত ও রাশিয়াকে আক্রমণ করে তিনি বলেছেন, 'ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। চাইলে তারা তাদের মৃত অর্থনীতি একসঙ্গে ডুবিয়ে দিতে পারে।'


নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, 'ভারতের সঙ্গে আমাদের ব্যবসা খুবই সীমিত, কারণ তাদের শুল্কহার বিশ্বের মধ্যে অন্যতম উচ্চ। রাশিয়ার সঙ্গেও আমাদের বাণিজ্য নেই বললেই চলে, এবং আমি চাই সেটাই বজায় থাকুক।'



তিনি আরও লিখেছেন, 'ভারত অনেক আগে থেকেই অযৌক্তিক ও অ-মূল্যভিত্তিক বাণিজ্য বাধা সৃষ্টি করে রেখেছে, যার ফলে আমাদের সঙ্গে তাদের বাণিজ্য কখনওই খুব বেশি হয়নি। এ ছাড়া তারা মূলত রাশিয়ার কাছ থেকেই সামরিক সরঞ্জাম কেনে এবং চীনের সঙ্গে মিলিয়ে রাশিয়ার অন্যতম বড় জ্বালানি ক্রেতা। অথচ এই মুহূর্তে সবাই চায় রাশিয়া ইউক্রেনে রক্তপাত বন্ধ করুক।'


রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকেও কড়া ভাষায় আক্রমণ করেন ট্রাম্প। তিনি বলেন, 'রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট—যিনি নিজেকে এখনো প্রেসিডেন্ট ভাবেন—(দিমিত্রি) মেদভেদেভকে বলো তার ভাষা সংযত করুক। সে এখন একেবারে বিপজ্জনক অঞ্চলে ঢুকে পড়েছে।'



এর আগে মেদভেদেভ সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ট্রাম্পের কৌশল নিয়ে কটাক্ষ করেন। তিনি লিখেছিলেন, 'প্রতিটি আল্টিমেটাম একধরনের হুমকি এবং যুদ্ধের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়া। এই কৌশল রাশিয়া-ইউক্রেন নয়, বরং ট্রাম্পকে তার নিজের দেশের সঙ্গেই যুদ্ধের পথে টেনে নিতে পারে।'


ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যর্থ হয়েছেন। তিনি আরও বলেন, যুদ্ধ থামানোর জন্য তিনি পুতিনকে ৫০ দিনের বদলে মাত্র ১০ বা ১২ দিনের সময় দিতে প্রস্তুত।


ভারতের ওপর শুল্ক আরোপের সঙ্গে সঙ্গেই ট্রাম্প আরও এক চুক্তির ঘোষণা দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে একটি যৌথ প্রকল্পে কাজ করবে, যার লক্ষ্য দেশটির বিশাল তেলসম্পদ উন্নয়ন। ট্রাম্প লেখেন, 'আমরা সম্প্রতি পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছি, যেখানে তারা আমাদের সঙ্গে মিলে তাদের বিশাল তেলের ভাণ্ডার উন্নয়নে কাজ করবে। কোন তেল কোম্পানি এই প্রকল্পটি পরিচালনা করবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।'


ট্রাম্পের এই শুল্ক ঘোষণার প্রতিক্রিয়ায় ভারতের সরকার জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 'ভারত ও যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমরা সেই লক্ষ্যেই অটল। সরকার আমাদের কৃষক, উদ্যোক্তা ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।'


আন্তর্জাতিক এর আরও খবর: