বশেফমুবিপ্রবিতে তিনদিনব্যাপী রোবটিক্স ও আইওটি কনফারেন্স
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৩, ১১:৫৮ পূর্বাহ্ন | শিক্ষা
মোঃ সাদেকুল ইসলাম সাকিব (বশেফমুবিপ্রবি প্রতিনিধি):
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) 'ন্যাশনাল কনফারেন্স অন রোবটিক্স অ্যান্ড আইওটি' শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১৩-১৫ নভেম্বর তিনদিনব্যাপী কনফারেন্সের সেমিনার, প্রজেক্ট প্রদর্শনী ও পোস্টার প্রদর্শন করা হয়।
১৫ নভেম্বর (বুধবার) সমাপনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খানের সভাপতিত্বে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি ) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন ।
কনফারেন্সের দু'টি সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ( ঢাবি )রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামীম আহমেদ দেওয়ান এবং ইউজিসির আইএমসিটি বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া পৃথকভাবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, ব্র্যাক নেট লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. মোকাররম হোসাইন, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন উপস্থিত ছিলেন।প্রোগ্রামের কোর্ডিনেটর ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান মো. হুমায়ন কবির।
সিএসই বিভাগ আয়োজিত কনফারেন্সের সমাপনী দিনে পুরস্কার বিতরণী , সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কনফারেন্সের টাইটেল স্পন্সর থাকছে দেশের সবচেয়ে গতিশীল ইন্টারনেট সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ব্র্যাক নেট লিমিটেড। সাপোর্ট পার্টনার রয়েছে গ্লোবাল ব্র্যান্ড ও সফটওয়্যার শেল।