ফসলি জমির টপসয়েল অবৈধ কর্তন, ৫০ হাজার টাকা জরিমানা!

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন   |   পরিবেশ ও জলবায়ু

ফসলি জমির টপসয়েল অবৈধ কর্তন, ৫০ হাজার টাকা জরিমানা!


কামাল হোসেন:


ফসলি জমির টপসয়েল কাটার অভিযোগে কুমিল্লার লালমাই উপজেলায় মৃত মোন্নাফ মিয়ার স্ত্রীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।


উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু বলেন, আইন অমান্য করে আবাদযোগ্য জমির উপরিভাগের মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মনোহরপুর এলাকার এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

পরিবেশ ও জলবায়ু এর আরও খবর: