নলছিটিতে শ্রমিকলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

 প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৪, ১০:২২ অপরাহ্ন   |   সারাদেশ

নলছিটিতে শ্রমিকলীগ কর্মীকে কুপিয়ে হত্যা



মো. আরিফ শিকদার (নলছিটি,ঝালকাঠি) :ঝালকাঠির নলছিটিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি ও শ্রমিকলীগ কর্মী ইমরান হাওলাদার (৩৪) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন ।


শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত  ৯টার  দিকে পৌরসভার নান্দিকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইমরানের বড় ভাই রাসেল হাওলাদার । নিহত ইমরান হাওলাদার খাজুরিয়া এলাকার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।



জানা গেছে,শনিবার(২৩ফেব্রুয়ারী) রাতে পূর্ব শত্রুতার জের ধরে ইমরানকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে সড়কের পাশে ফেলে রাখে।স্থানীয়রা উদ্ধার করে নলছিটি উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।


নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুরাদ আলী বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে।



সারাদেশ এর আরও খবর: