নতুন কমিটির দাবী যুক্তরাষ্ট্র যুবলীগের : মহান বিজয় দিবস উদযাপন
প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৩, ১১:০৮ অপরাহ্ন | আন্তর্জাতিক

রহিমুজ্জামান সুমন (নিউইয়র্ক) :
২৬শে ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৫ টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ ,যুক্তরাষ্ট্র শাখা মহান বিজয় দিবস উদযাপন করে নিউইর্য়কের ইকরা পার্টী সেন্টারে ।
সভায় সভাপত্বিত করেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা রহিমুজ্জামান সুমন এবং পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা মো: সেবুল মিয়া, সহযোগিতায় ছিলেন যুবলীগ নেতা মিজানুর রাহমান চৌধুরী ও আল-মামুন সরকার । অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরানো এবং ফুল দিয়ে বরন করে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়। এতে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রোতিযোগিতার আয়োজন ছিল। যুক্তরাষ্ট্র যুবলীগের বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যকারী কমিটির সাবেক সদস্য হাজী এনাম দুলাল মিয়া । তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে । মুক্তিযুদ্ধের সরকার যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততদিন নিরাপদ । এজন্য যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী মুক্তযুদ্ধের চেতনার যুবসমাজকে ঐক্যে বদ্ধ থাকা আহবান জানান তিনি। ২০২৪ সালের নির্বাচনে আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে ক্ষমতায় আনতে আনতে দেশের উন্নয়নের চিত্র বিশ্বব্যাপী প্রচার করতে হবে । যুক্তরাষ্ট্রে জামাত বিএনপির যে কোন ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
সভায় সম্মানিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মিরাজ, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন নিইউর্য়ক ষ্টেট আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজুল ইসলাম ভুঁইয়াসহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক সিকৃরীতি বড়ুয়া প্রচার সম্পাদক ইসমাইল হোসেন স্বপন , নিইউয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিবলী সাদিক , মায়মনসিংহ সমিতির সভাপতি কাজল মিয়া ,যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা রিন্টু লাল দাস ,শাহ সেলিম ,রেজা আব্দুল্লাহ স্বপন , যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলাীগ নেতা হেলাল মিয়া যুবলীগ নেতা ইমরুল কায়েস ,রুপচান মিয়া ,নিতাই পাল , কামাল শেখ বাপ্পা দে , নুর ইসলাম , নাসির উদ্দিন, রুবেল হোসেন। অনুষ্টানের শেষে মনোজ্ঞ সাংস্কিৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয় ।