দামুড়হুদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

 প্রকাশ: ০৬ জুন ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

দামুড়হুদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত


শেখ হাতেম (দামুড়হুদা) :   "করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা" এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ পালিত হয়েছে।  র‍্যালি

আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও উপজেলা চত্বরে বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে। ৫ই জুন বুধবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা'র সভাপতিত্বে এসময় বক্তারা পরিবেশের নানা রকম বিরুপ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন, বলেন আমরা চুয়াডাঙ্গা জেলায় বসবাস করছি, এই জেলায় গরমের সময় অতিরিক্ত গরম, তাপমাত্রার সময় উচ্চ তাপমাত্রার পারদ স্পর্শ করে, আবার শীতের সময় চরম শীতল আবহাওয়া বিরাজ করে, এই সমস্ত প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করতে হলে আমাদের অধিক পরিমাণে বিভিন্ন ধরণের গাছপালা লাগাতে হবে, প্রাকৃতিক জলাশয়গুলো রক্ষা করতে হবে যেমন নদী নালা, খাল বিল পুকুর , উপকারী প্রাণীকূল রক্ষা করতে হবে, পরিকল্পিত রাস্তা ঘাট ও বাসযোগ্য  নগর গড়ে তুলতে হবে।  এসময়  উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার নীলিমা আক্তার হ্যাপী, বন বিভাগ কর্মকর্তা মোঃ রজব আলী মোল্লা, শিক্ষা অফিসার আবু হাসান, একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম

সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী বৃন্দ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ এর আরও খবর: