ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন কমলা হ্যারিসের

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন কমলা হ্যারিসের



দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। খবর বিবিসির।


যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী গণমাধ্যম সিবিএস নিউজ জানায়, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বুধবার ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে কল করেছিলেন।


ফোনকলে হ্যারিস ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরে জোর দেন এবং তিনি ট্রাম্পকে সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার আহ্বান জানান।  


হ্যারিসের জ্যেষ্ঠ এক সহযোগী সিবিএসকে এমনটি জানান। হাওয়ার্ড ইউনিভার্সিটিতে পরাজিত প্রার্থী কমলা হ্যারিসের ভাষণ দেওয়ার কথা রয়েছে।  


ট্রাম্প ও কমলা হ্যারিস দেশের ঐক্যের বিষয়ে কথা বলেন। ট্রাম্পের প্রচার শিবির থেকে এমনটি জানানো হয়।  


হ্যারিস ট্রাম্পকে তার জয়ের জন্য ফোনে অভিনন্দন জানান। তিনি ভাইস-প্রেসিডেন্ট হ্যারিসের সামর্থ্য, পেশাদারত্ব এবং প্রচারণার সময় তার দৃঢ়তার প্রশংসা করেন।


ট্রাম্পের প্রচার শিবিরের কর্মকর্তা স্টিভেন চিয়াং এক লিখিত বিবৃতিতে এমনটি জানান।


ভোটের আগে প্রচারণায় ট্রাম্প ও হ্যারিসের মধ্যে তির্যক মন্তব্য বিনিময়ের ঘটনা ঘটে। ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী হ্যারিসকে মিথ্যেবাদী, পাগল তকমাও দেন।  


অন্যদিকে হ্যারিস ট্রাম্পকে কেবল নিজের স্বার্থে চিন্তা করা ব্যক্তি বলে অভিযুক্ত করেন এবং বলেন, তিনি মনে করেন ট্রাম্প একজন ফ্যাসিবাদী।



আন্তর্জাতিক এর আরও খবর: