ঝালকাঠিতে এমপি আমির হোসেন আমু’র পিতার মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশ: ৩১ অগাস্ট ২০২২, ০২:১৭ পূর্বাহ্ন | জেলার খবর

মোঃ রাজু খান (ঝালকাঠি) :
ঝালকাঠিতে সাবেক শিল্পমন্ত্রী কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এমপি আলহাজ্ব আমির হোসেন আমু’র পিতা মো. মোয়াজ্জেম হোসেনের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার এমপি’র বাস ভবনে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম,সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, কৃষক লীগ সভাপতি এ্যাড, আবদুল মান্নান রসুল,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমি সুরুজ,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল,পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আদ্বুল রশিদ হাওলাদার,উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ,যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির,যুবলীগনেতা মো. কামাল শরীফ জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুলাহ আল মাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজসহ জেলা আওয়ামী লীগ,যুব লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং এমপি আমির হোসেন আমুর সুস্বা¯’্য ও দীর্ঘজীবন কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ নুর উদ্দিন।