"চলো যাই যুদ্ধে,মাদকের বিরুদ্ধে" এই প্রতিপাদ্যে লালমাইয়ে মাদক নির্মূল কমিটির সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৬ অগাস্ট ২০২৩, ০১:৩৫ অপরাহ্ন   |   সারাদেশ

"চলো যাই যুদ্ধে,মাদকের বিরুদ্ধে" এই প্রতিপাদ্যে লালমাইয়ে মাদক নির্মূল কমিটির সভা অনুষ্ঠিত

"চলো যাই যুদ্ধে,মাদকের বিরুদ্ধে" এই প্রতিপাদ্যে লালমাই উপজেলাধীন বাগমারা উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাদক নির্মূল কমিটির পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার(২৫ আগস্ট) সন্ধ্যায়  ইউনিয়নের মান্দারী চৌমুহনীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম(মেম্বার), বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহবায়ক কামাল হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম সহ অনেকে।


মাদক নির্মূল কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সফি উল্লাহ্ এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের ১নং যুগ্ম আহবায়ক মোহাম্মদ নোমান হোসেন, যুগ্ম আহবায়ক আজগর আলী আরজু, হাবিব মজুমদারসহ ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গ্রামবাসীরা।


আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলওয়াত করেন বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, পরে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় মাদক নির্মূল কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দগণ।


আলোচনা সভায় বক্তারা বলেন, "মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বর্তমানে যুবসমাজের অধপতনের অন্যতম কারণ হলো মাদক"। উল্লেখ্য যে চলতি মাসের ১৭ তারিখে মোঃ সিরাজুল ইসলাম কে সভাপতি মোঃ আবুল হোসেন আবু কে সাধারণ সম্পাদক ও মোঃ সফি উল্লাহ কে সাংগঠনিক সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি এবং ৩৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

সারাদেশ এর আরও খবর: