গাজীপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক-১

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ০১:২০ পূর্বাহ্ন   |   জেলার খবর

গাজীপুরে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক-১


সামসুল হক জুয়েল (গাজীপুর):  জামা-কাপড় কিনে দেয়ার লোভ দেখিয়ে এক শিশুকে ধর্ষণের করে নাজিম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি। সোমবার(১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগর দক্ষিণ পোড়াবাড়ী ইপসা গেট এলাকায় ঘটনাটি ঘটে। মঙ্গলবার(১৫ অক্টোবর) দুপুরে শিশুটির পিতার কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে নাজিমকে আটক করে  র‌্যাব-১। জানা যায়, মো. নাজিম উদ্দিন (৫০) নেত্রকোনা পূর্বধলা জামাইকোনা এলাকার মৃত সদরদ্দি খাঁ এর পুত্র এবং গাজীপুর সদর থানা দক্ষিণ পোড়াবাড়ী (ইপসা গেইট) এলাকার কবির উদ্দিনের বাড়ীর ভাড়াটিয়া। গত সোমবার রাতে জামা-কাপড় কিনে দেয়ার লোভ দেখিয়ে চায়ের দোকানের পিছনে নিয়ে ১০ বছর বয়সী ওই শিশুকে ধর্ষণ করে নাজিম। ধর্ষণের পর উক্ত ঘটনা কাউকে না বলার জন্য নানা ধরণের ভয়-ভীতি দেখায়। পরে ওই শিশুটি পুরো ঘটনা তার পরিবারকে জানালে ভিকটিমের পিতা র‌্যাব-১ এর নিকট লিখিত অভিযোগ দেয়। যার নং-৩৮(১০)১৯। পরে র‌্যাব অভিযান চালিয়ে ধর্ষণকারী নাজিমকে গ্রেফতার করে।  র‌্যাবের জিজ্ঞাসাবাদে ইতিপূর্বে বহু মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছে নাজিম। আসামীকে থানায় হস্তান্তর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব।


জেলার খবর এর আরও খবর: