কুমিল্লা সেনানিবাসে পপুলার লাইফ ইন্সুরেন্সের গলফ টুর্নামেন্ট সম্পন্ন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২২, ০৫:৪৪ অপরাহ্ন | খেলাধুলা

কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবে সম্পন্ন হয়েছে ২য় পপুলার লাইফ ইন্সুরেন্স কাপ গলফ টুর্নামেন্ট। টুর্নামেন্টে ময়নামতি গলফ ক্লাব, ভাটিয়ারী গলফ ক্লাব, কুর্মিটোলা গলফ ক্লাবসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের শতাধিক গলফার অংশ নেয়।
গতকাল শুক্রবার সকালে ময়নামতি গলফ কান্ট্রি ক্লাবের মাঠে রঙ্গিন বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সভাপতি এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ মাইনুর রহমান, এসইউপি, এডব্লিউসি, পিএসসি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পপুলার লাইফ ইন্সুইরেন্সের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আলমগীর ফিরোজ।
টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জিওসি মোঃ মাইনুর রহমান ও পপুলার লাইফ ইন্সুইরেন্সের ম্যানেজিং ডাইরেক্ট এবং সিইও বি এম ইউসুফ আলী।