কাপাসিয়ায় মুজিব বর্ষ উপলক্ষে বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ
প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ০৪:০৪ অপরাহ্ন | সারাদেশ

মেহেদী হাসান সোহেল (গাজীপুর) :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বন বিভাগের আয়োজনে বৃক্ষ চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । গতকাল ১৬ জুলাই (বৃহস্পতিবার) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের পেছনে বৃক্ষরোপণ করা হয়। কাপাসিয়ায় মুজিব বর্ষ উপলক্ষে বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী মোসাঃ ইসমাত আরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার,জেলা পরিষদের সদস্য ওয়াজ উদ্দিন মোল্লা, বিট কর্মকর্তা মোঃ আনিসুর রহমান ।