ওসমানীনগরে ইউএনও’র সাথে নাগরিক অধিকার সুরক্ষা পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত

 প্রকাশ: ০৩ মে ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন   |   সারাদেশ

ওসমানীনগরে ইউএনও’র সাথে নাগরিক অধিকার সুরক্ষা পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত

 ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:  সিলেটের ওসমানীনগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস এর সাথে নাগরিক অধিকার সুরক্ষা পরিষদ ওসমানীনগরের নেতৃবৃন্দের সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল ল ২রা মে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেতৃবৃন্দ তার সাথে সাক্ষাত করেন। জানা যায়, নাগরিক অধিকার সুরক্ষা পরিষদ ওসমানীনগর এর ভারপ্রাপ্ত আহবায়ক জহুর আহমদ এর নেতৃত্বে সাক্ষাতকালে উপস্থিত সংগঠনের সদস্য সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার, লাকী আহমদ, শাহ আব্দুল করিম ও প্রকৌশলী নজরুল ইসলাম। এসময় নেতৃবৃন্দ ওসমানীনগর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ভূমি অধিগ্রহণ নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সিলেট জেলা প্রশাসক এর নির্দেশনার আলোকে তৃতীয় স্থান হিসেবে উপজেলা কমপ্লেক্সের সন্নিকটে তাজপুর মোল্লাপাড়া মৌজার ভূমির প্রস্থাবনাটি মনোনীত করে দ্রুত পাঠানোর জন্য অনুরোধ করেন। চলতি বছরের ৩১ডিসেম্বর উপজেলা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ এর দ্বিতীয় পর্যায়ের এই প্রজেক্ট গ্রহণ শেষ হবে বলে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। প্রসঙ্গত ওসমানীনগর উপজেলা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজটি সমগ্র দেশের দ্বিতীয় পর্যায়ের তালিকায় রয়েছে।

সারাদেশ এর আরও খবর: