ওমানে বৈঠকে বসছেন তৌহিদ হোসেন ও জয়শঙ্কর

 প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন   |   রাজনীতি

ওমানে বৈঠকে বসছেন তৌহিদ হোসেন ও জয়শঙ্কর

বাংলাদেশ ও ভারতের মধ্যকার টানাপোড়েনের মধ্যে রোবরার (১৬ ফেব্রুয়ারি) ওমানের মাস্কাটে বৈঠকে বসতে পারেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।    সূত্র জানায়, এই বৈঠককে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হলে আগামী ২-৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের সম্ভাবনা তৈরি হতে পারে।  গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপর থেকেই তাকে দেশে ফেরানোসহ বিভিন্ন ইস্যুতে ঢাকা-দিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়।  সম্প্রতি, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদি মার্কিন প্রেসিডেন্টের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন।



রাজনীতি এর আরও খবর: