উখিয়ায় দুর্বৃত্তায়নের ফলে সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী
প্রকাশ: ২৭ মে ২০২৪, ১১:২৮ অপরাহ্ন | সারাদেশ

উখিয়া (কক্সবাজার) :
সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উখিয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী।
সোমবার (২৭ মে) বিকেল ৫টায় উখিয়া সদরের ফলিয়া পাড়াস্হ তার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।
এ সময় তিনি লিখিত বক্তব্য বলেন আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করে আসছেন। তার ছোট ভাই বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ২৩ মে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন।এতে অভিযোগ করেন গত ৪/৫ দিন ধরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস মার্কার সমর্থকরা তার ঘোড়া মার্কার পোস্টার ছিঁড়ে ফেলা, কালো টাকার ছড়াছড়ি এবং প্রভাব প্রতিপত্তি দেখিয়ে দুর্বৃত্তায়নের মাধ্যমে নির্বাচনের পরিবেশ কে প্রশ্নবিদ্ধ করেছেন।
ফলে তিনি তার নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং মুক্তিযোদ্ধাদের সাথে পরামর্শক্রমে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে সরে দাঁড়ালেন। তিনি কাউকে সমর্থন করেননি বলে জানান।