উখিয়া উপজেলার পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন | সারাদেশ

রতন কান্তি দে উখিয়া (কক্সবাজার) :
নতুন সূর্যের আলোয় আলোকিত হওয়ার যাত্রা শুরু করল উখিয়া উপজেলা। ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের উখিয়া উপজেলার পরিষদের প্রথম সভা উদ্যেমেী আয়োজনে পুলকিত আনন্দঘন পরিবেশে সোমবার ( ২৫ জুন ২০২৪)সকাল সাড়ে দশটায় হলরুমে অনুষ্ঠিত হয়।নব নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী কে শুরুতেই ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।
অতিথি হিসেবে উখিয়ার সার্বিক উন্নয়নে জনপ্রতি নিধিদের সমন্বয়ের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি। সভার সভাপতি উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন অপার সম্ভাবনায় বিশেষায়িত অত্র উপজেলার সর্বক্ষেত্রে আধুনিকতার ছোঁয়ায় এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে সকলের সম্মিলিত প্রয়াস এবং সহযোগিতার প্রত্যাশা করেন।
এতে নবনির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাংবাদিক রাসেল চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরুল হুদা, ও গুরুত্বপূর্ণ এবং প্রাণবন্ত বক্তব্য দেন। উক্ত সভায় ৫ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রত্যক্ষ ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সভার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।