উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজার সভায় ২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা
প্রকাশ: ২৩ মে ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন | সারাদেশ

রতন কান্তি দে উখিয়া (কক্সবাজার) :
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের
২০২৪/২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (২৩ মে২০২৪) বেলা সাড়ে এগারো টায় পরিষদের হলরুমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বাজেট সভায়
নতুনত্ব বছরের বাজেট ঘোষণা করেন রাজা পালং ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল বড়ুয়া।
এসময় তিনি শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা, বনায়ন, যোগাযোগ ব্যবস্থা,ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন স্যানিটেশন, এবং পরিষদের আওতাধীন বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত আয় ব্যয়ের খাতওয়ারী বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন। এতে রাজস্ব আয় ৪৩ লাখ ৫৯ হাজার ৪শত বিশ টাকা,উন্নয়ন আয় ২ কোটি ২ লাখ টাকা, রাজস্ব ব্যয় ৩৯ লাখ ৪৮ হাজার ২৮০ টাকা, উন্নয়ন ব্যয় ১ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা। সর্বমোট আয় ধরা হয়েছে ২কোটি ৪৫ লাখ ৫৯ হাজার ৪২০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৮ হাজার ২৮০ টাকা। উদ্বৃত্ত থাকবে ২৯ লাখ ৬১ হাজার ১৪০ টাকা।
অত্র ইউনিয়নের শিক্ষার্থী ও যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা চর্চায়, প্রচন্ড তাপদাহ থেকে রক্ষা পেতে গ্রামীণ ন্যাড়া রাস্তা সমূহে বনায়ন, শুষ্ক মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা, এনজিও সমূহের লোক দেখানো অনুষ্ঠান না করে জনস্বার্থে কার্যকর কর্মসূচি গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে ও সমস্যা চিহ্নিত করে সমাধানের দাবি উল্লেখ করে
বক্তব্য রাখেন উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সুশাসনের জন্য নাগরিক "সুজনের" উখিয়ার সভাপতি সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, নুরুল কবির,মীর শাহেদুল ইসলাম রোমান, সৈয়দ হামজা, সংরক্ষিত মহিলা সদস্যা খুরশিদা বেগম,রোকসানা আক্তার, শামসুন্নাহার প্রমুখ।
সভার সভাপতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাউদ্দিন বলেছেন আজকের এই বাজেট সভায় উত্থাপিত ইউনিয়নের আওতাধীন বিভিন্ন সমস্যা ও দাবিসমূহ লিপিবদ্ধ করা হয়। নতুন অর্থবছরের শুরুতে এগুলোর সমাধান কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।