আইভি বিসিএস ক্যাডার হতে চায়
প্রকাশ: ০২ জানুয়ারী ২০২০, ০৩:৪৩ অপরাহ্ন | সফলতার গল্প
_104312.jpg)
২০১৯ সালের জেএসসিসি পরীক্ষায় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে আফিফা জামান আইভি জুনিয়র ̄স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়েছে। আইভি পড়ালেখা করে বিসিএস ক্যাডার হতে চায়। সে ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ও পাসপোর্ট এ্যান্ড ইমিগ্রেশন রিপোর্টার্স ফোরামের সভাপতি আছাদুজ্জামান ও সানজিদা আক্তার হীরা দম্পতির বড় মেয়ে। আফিফা জামান আইভি সকলের কাছে দোয়া প্রার্থী।