পঞ্চগড়ে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-এক

 প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ০৬:১৪ অপরাহ্ন   |   সারাদেশ

পঞ্চগড়ে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-এক


মোঃ লিহাজ উদ্দিন  ( পঞ্চগড় ) :


পঞ্চগড়ে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে কুন্তিরানী রায় (২৭) নামের এক নারী নিহত হয়েছেন।দূর্ঘটনাটি শনিবার (১৮ মার্চ) দুপুরে দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট চুলিয়ার মোড় এলাকায় ঘটে। এসময় আহত হয়েছেন মরিয়ম আক্তার (৪০)।

নিহত কুন্তিরানী রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী সরকার পাড়া এলাকার পিতৃময় কুমার বর্মনের স্ত্রী।দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত ছিলেন। আহত মরিয়ম বোদা উপজেলার শিকারপুর বারঘরিয়া এলাকার মানিক মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়,শনিবার ডিউটি শেষ করে সিএনজি (থ্রী হুইলার) যোগে দেবীগঞ্জ থেকে পামুলী সরকার পাড়া যাচ্ছিলেন। দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট চুলিয়ার মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রংপুরের উদ্দেশ্য মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে দুমড়েমুচড়ে যায় গাড়ী দুটি, ঘটনাস্থলেই মৃত্যু হয় কুন্তরানী রায়ের।আহত হয় মাইক্রোবাসের যাত্রী মরিয়ম আক্তার তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে যান।

দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক কামাল উদ্দিন সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন,গাড়ী দুটি আটক রয়েছে।


সারাদেশ এর আরও খবর: