গৌরীপুরে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

 প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৫:০১ অপরাহ্ন   |   সারাদেশ

গৌরীপুরে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলায় দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

শামীম খান (গৌরীপুর, ময়মনসিংহ) :

সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ময়মনসিংহের গৌরীপুরে দুই জুতা ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বাজারে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুতি ধর।
দণ্ডপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন নুরুল হক- ১ হাজার ও মঞ্জুরুল ইসলাম- ১ হাজার।
অপরদিকে শনিবার ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের গাজীপুর বাজারের মাছের আড়ৎে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে উন্মুক্ত খোলা ও স্থানে মাছ বিক্রির নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি মাছের বাজারে জনসমাগম ঠেকাতে মাছ ব্যবসায়ীদের দুই শিফট করে মাছ বিক্রির নির্দেশনা দেয়া হয়।উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজুতি ধর অভিযানের সত্যতা নিশ্চত করে বলেন করোনাভাইরাস পরিস্থিতি জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ এর আরও খবর: