করোনা আক্রান্ত ডাক্তারের প্রশ্ন : আমি চলে গেলে ইমারজেন্সি ডিউটি কে করবে, কী হবে রোগী যদি আসে?’

 প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ১২:৩৩ অপরাহ্ন   |   সোস্যাল মিডিয়া

করোনা আক্রান্ত ডাক্তারের প্রশ্ন : আমি চলে গেলে ইমারজেন্সি ডিউটি কে করবে, কী হবে রোগী যদি আসে?’

হাসপাতালের জরুরি বিভাগে রোগীর সেবা দিতে দিতেই চিকিৎসক জানতে পারলেন তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ চিকিৎসককে পাঠানো হবে ঢাকায় কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত কোনো হাসপাতালে। তিনি তার ঊর্ধ্বতনকে বললেন, “আমি এখন চলে গেলে ইমারজেন্সি ডিউটি কে করবে, কী হবে রোগী যদি আসে?’

এ বিষয়টি নিয়ে ফেসবুকে স্টাটাস দিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ সায়েমুল হুদা। পাঠকদের জন্য সেটি তুলে ধরলাম।

যেমনটি নিজের অজান্তেই মনে হয়েছিল মনে হয় কিছু হলে সাভারে প্রথমেই প্রথম সারির যোদ্ধাদেরই হবে।তাই হয়েছে আমরা আজ যারা চিকিৎসক সহ ১০ জনের নমুনা পাঠিয়েছিলাম তারমধ্যে ০৯ জন নেগেটিভ আর ০১ জন চিকিৎসক পজেটিভ।

মোট সাভারে ৪১ জনের নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ৪০ জন নেগেটিভ। কি ভাগ্য আমাদের!!!

আমি আমার যোদ্ধাদের মনোবল দেখে বিস্মিত তাকে বললাম আপনাকে তো কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হতে হবে।তিনি তখনও জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন।তিনি বললেন স্যার আমি এখন চলে গেলে ইমারজেন্সি ডিউটি কে করবে, কি হবে রোগী যদি আসে? চুপ হয়ে গেলাম ইচ্ছে করছিল অনেক আওয়াজ করে ছোট শিশুদের মত কান্না করতে কিন্ত পারিনি কিছুক্ষণ চুপ থেকে বললাম আমি করব ইমারজেন্সি ডিউটি। আপনি চিন্তা করবেন না,আমার সিভিল সার্জন স্যার সাহস দিলেন।আমার যোদ্ধা এখন ভর্তি আছে।

আমাকে বলে স্যার আপনি আইসোলেশনে চলে যান,কারন আজ সারাক্ষণ আমরা একসাথে ছিলাম।একসাথে প্রশিক্ষণ প্রদান করেছিলাম।আজ আমি চলে আসলাম আইসোলেশনে।আমি সহ আমার ৪০ জন কর্মকর্তা ও কর্মচারী আইসোলেশন বাধ্যতামূলক হয়ে পরেছে।

বলেছি সহকর্মীদের যদি বাঁচতে হয় একসাথে লড়ে বীরের মত বাঁচব আর মরতে হলেও বীরের মত মরব।

এত মানুষ আমাদের ভালবাসে, নিচ্শয়ই মহান সৃষ্টিকর্তা আমাদের দেখে রাখবেন।

আমাদের সেবা কার্যক্রম যথারিতি চলবে।
বাসায় থাকুন,ভাল থাকুন।
কৃতজ্ঞতা উপজেলা প্রসাশন,জেলা প্রশাসক ও সিভিল সার্জন স্যার।আপনারা আমাদের প্রেরনা।

যদি আমি ও আমার টিম বেঁচে থাকি দেখা হবে নিচ্শয়ই।

ডা.মোহাম্মদ সায়েমুল হুদা
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
সাভার,ঢাকা।

(ডা.মোহাম্মদ সায়েমুল হুদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সাভার,ঢাকা।এর ফেসবুক ওয়াল থেকে নেয়া।)

সোস্যাল মিডিয়া এর আরও খবর: